গ্রেপ্তার এড়াতে দুই যুগ ধরে আত্মগোপনে
কুমিল্লায় হত্যা ও ডাকাতি মামলায় গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২৪ বছর পালিয়ে ছিলেন আব্দুল মান্নান (৪৫) নামে এক আসামি। অবশেষে শনিবার (২ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর কান্দির পাড় টাওয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন। আব্দুল মান্নান জেলার কোতোয়ালি মডেল থানার সিমপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।
বিজ্ঞাপন
কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ২০০০ সালে একটি ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় মান্নানের বিরুদ্ধে। পরোয়ানা বের হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান মান্নান। দীর্ঘ ২৪ বছর আত্মগোপনে থাকেন ধূর্ত এই আসামি। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে টাওয়ার হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি ফিরোজ হোসেন ঢাকা পোস্টকে বলেন, মান্নানকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
আরিফ আজগর/এএএ