হালখাতা করে ফেরার পথে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় দ্রুতগামী ট্রাকের চাপায় স্বর্ণ ব্যবসায়ী তপন হালদার (৪০) ও কর্মচারী গোলাম মোস্তফা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আলুকদিয়া বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপন হালদার চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার স্বর্গীয় রবীন্দ্রনাথ হালদারের ছেলে ও চুয়াডাঙ্গা জুয়েলারি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং গোলাম মোস্তফা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের আব্দুল বাতেনের ছেলে। আহত তাহাজ্জেদ হোসেন (২২) একই উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মেহেরপুর কোলার মোড়ে হালখাতা করতে গিয়েছিলেন বড়বাজারের মাতৃ জুয়েলার্সের মালিক তপন হালদার ও তার দোকানের কর্মচারী গোলাম মোস্তফা। আলুকদিয়া বাজার পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা তাহাজ্জেদ হোসেনের বাইসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় সড়কের পেছন দিক আসা দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন গোলাম মোস্তফা ও তপন হালদার। এ সময় ট্রাকটি পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তপনকে মৃত ঘোষণা করেন। গোলাম মোস্তফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে বৃহস্পতিবার ভোরে মারা যান গোলাম। আহত তাহাজ্জত হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে তপনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গোলাম মোস্তফার মরদেহ চুয়াডাঙ্গার উদ্দেশ্যে নেয়া হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার।
এসপি