দরিদ্র কৃষকের ধান কেটে দিল যুবলীগ
দরিদ্র কৃষকের এক বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে যুবলীগ
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আনন্দ বাজার মাঠের দরিদ্র কৃষক মোহাম্মদ নজরুল সরদারের এক বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে জেলা যুবলীগ।
শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মীর সহযোগিতায় ধান কাটা শুরু হয়। দুপুরে ধান কেটে ওই কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা।
বিজ্ঞাপন
ধান কাটা কর্মসূচিতে নওগাঁ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহান সুলতান স্মরণ, যুবলীগের সদস্য সোহাগ চৌধুরী, নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হুদা শুভ, প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় জানান, করোনার এই দুঃসময়ে আমরা দরিদ্র কৃষকের সহযোগিতায় এগিয়ে এসেছি। সারাদেশে যুবলীগের যতগুলো আঞ্চলিক কমিটি আছে তাদেরও এই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সব শ্রেণিপেশার মানুষ মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।
এদিকে এই সংকটময় মুহূর্তে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
শামীনূর রহমান/আরএআর