গাজীপুরে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯১৯ জন ও মৃতের সংখ্যা ১৭৬ জন।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২৮৮ জনের দেহে নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৫৮ জন, কাপাসিয়া উপজেলায় ৬ ও কালীগঞ্জ উপজেলায় ৪ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৭৩ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৯১৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এর মধ্যে গাজীপুর সদরে ৬ হাজার ৫১১ জন, কালীগঞ্জে ৭৬৯, কালিয়াকৈরে ১০২৬, কাপাসিয়ায় ৬৫৪ ও শ্রীপুরে ৯৫৯ জন আক্রান্ত হয়েছেন।

ডা. মো. খাইরুজ্জামান জানান, তবে এ পর্যন্ত জেলায় নতুন তিনজনসহ ১৭৬ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১০৯ জন।

শিহাব খান/এমএসআর