কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে নৌবাহিনী

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরীর তত্ত্বাবধানে নৌবাহিনীর চারটি ঘাঁটি থেকে নির্দিষ্ট এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (২৪ এপ্রিল) নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন বানৌজা তিতুমীর খুলনা শহরের সোনাডাঙ্গায় হাফিজনগর বস্তি এলাকায় ২৫০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

অন্যদিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া খুলনার লবণচরাস্থ নৌঘাঁটি সোলাম জাবুসা ও মাথাভাঙ্গা এলাকায় ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বানৌজা মোংলা পৌরসভা এলাকায় ১৫০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, ছোলা ও লবণ। খুলনা অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। এই ত্রাণ সহায়তা দুঃস্থ ও অসহায় মানুষের মনে আশার সঞ্চার করেছে।

মোহাম্মদ মিলন/এমএসআর