রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের দুইদিন পর মোসলেমা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাংনি ইউনিয়নের বউরাকোট গ্রামের একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মোসলেমা খাতুন বউরাকোট গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মোসলেমা। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মিঠাপুকুর থানা পুলিশকে অবগত করেন। 

শনিবার বিকেলে মোসলেমার বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে হঠাৎ পচা গন্ধ ভেসে আসে। গন্ধের সূত্র ধরে ভুট্টাখেতের মাঝখানে গিয়ে স্থানীয়রা মোসলেমার অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মিঠাপুকুর থানায় খবর দিলে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। 

এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার কোনো এক সময় মোসলেমাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। মোসলেমা হত্যার রহস্য উদ্ঘাটের চেষ্টা করছে পুলিশ। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর