শনিবার বিকেলে রাজধানীর নয়া পল্টন, ফকিরাপুল, জুরাইন এবং মিরপুরের কাজিপাড়া ও পল্লবী এলাকায় ৫০ জন অস্বচ্ছল মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ প্যাকেট গ্লুকোজসহ আরও বেশ কিছু পণ্য।

দেশের যেকোনো দুর্যোগে সব শ্রেণি পেশার মানুষের পাশে দাঁড়াতে চলতি বছরের ১৫ জানুয়ারি ২৬ জন বন্ধু মিলে গঠন করেছেন আরকোয়াম ফাউন্ডেশন। নিজেদের তৈরি করা তহবিল থেকে এখন পর্যন্ত তারা বেশকিছু বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান, সংগঠনটির সভাপতি হোসেন রাজ সোহেল ও সাধারণ সম্পাদক ডা. রাসেল মিয়া।

সভাপতি হোসেন রাজ সোহেল ঢাকা পোস্টকে বলেন, আরকোয়াম ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা এবং দেশের অবহেলিত মানুষদের সাহায্য করা। 

তিনি আরও বলেন, এছাড়াও গরিব ও অসচ্ছল রোগীদের সাহায্য করা, স্পেশাল চাইল্ড (প্রতিবন্ধীদের) নিয়ে কাজ করা, সুবিধা বঞ্চিত মা-বাবাদের জন্য বৃদ্ধাশ্রম, অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য সাহায্য, পথশিশুদের শিক্ষা ও পূনর্বাসন, শিশুশ্রমিকদের শিক্ষা সহ কর্মস্থলের ব্যবস্থা করা, স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করা, দ্বীন প্রচারে এতিমখানা ও মাদরাসা নির্মাণ, মাদকাসক্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা, সুবিধা বঞ্চিত বিধবা নারীদের সাহায্য করা এবং খাদ্য, পুষ্টি ও দুর্যোগ ব্যবস্থাপনার কাজে সহায়তা করা আমাদের মূল লক্ষ্য। 

সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. রাসেল মিয়া বলেন, আজ (শনিবার) আরকোয়াম ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও অসচ্ছল মানুষের মাঝে কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। ইতোমধ্যে নয়া পল্টন, ফকিরাপুল, জুরাইন এবং মিরপুরের কাজিপাড়া ও পল্লবী এলাকার অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী তুলে দিয়েছি। ইনশাল্লাহ সামনে আরো বেশি সংখ্যক পরিবারের মুখে হাসি ফোটাতে আরকোয়াম ফাউন্ডেশনের সদস্যরা এগিয়ে আসবে।

এমএএস