প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নিয়ে নিয়ে আশ্রয়ণ প্রকল্প ও বস্তিতে হাজির জেলা প্রশাসক। সোমবার (২৬ এপ্রিল) কুমিল্লা নগরীর ৩৫৫টি অসহায় পরিবারের মাঝে এ উপহার তুলে দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

এদিন কুমিল্লা নগরীর রাজাপাড়া আবাসন প্রকল্প, নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও কয়েকটি বস্তিতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, কুমিল্লায় চার হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার পাবে। গত তিন দিনে ১ হাজার ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছানো হয়েছে। খুব দ্রুত সবার হাতে এসব তুলে দেব। আমাদের প্রস্তুতি আছে। তবে যদি প্রয়োজন হয়, উপহারসংখ্যা আরও বাড়ানো হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, মারুফ হাসান প্রমুখ।

আবু সুফিয়ান/এনএ