আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। কমছে তাপমাত্রা। শুক্রবার ( ১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কমায় কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, হাড় কাঁপানো শীত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত তাপ নেয়ার চেষ্টা করছে।
জানা গেছে, পঞ্চগড়ে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। ভোররাত পর্যন্ত হিমেল হাওয়ার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার কারণে সকালেও পুরো জেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা সূর্যের আলো দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী থাকে না।
বিজ্ঞাপন
তেঁতুলিয়া উপজেলার পাথর শ্রমিক রবিউল ইসলাম বলেন, কয়েকদিন ধরে শীত বেড়ে যাওয়ায় আমরা পাথর শ্রমিকরা তেমন কাজ করতে পারি না। যেহেতু নদীতে নেমে পাথর উত্তোলন করতে হয় তাই রৌদ্রের অপেক্ষায় আছি।
পঞ্চগড় শহরের রিকশাচালক আমিনার রহমান বলেন, শীতের কারণে মানুষ তেমন একটা বের হয় না। তাই যাত্র না পেয়ে বেকার সময় পার করছি।
আরএআর