রাজশাহীতে থার্টি ফার্স্ট নাইটে আটক ৬৮
ফাইল ছবি
থার্টি ফার্স্ট নাইটে রাজশাহী নগরী থেকে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতভর মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে ৭৩ গ্রাম হেরোইন, ২০৫ গ্রাম গাঁজা, ১১ বোতল বিদেশি মদ, ৬৩ পিস ইয়াবা, ৪৪ বোতল চোলাই মদ উদ্ধারের কথা জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।
বিজ্ঞাপন
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, অভিযানে চালিয়ে রাতে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১০ জন, চন্দ্রিমা থানা দুইজন, মতিহার থানা ছয়জন, কাটাখালী থানা চারজন, বেলপুকুর থানা চারজন, শাহমখদুম থানা চারজন, এয়ারপোর্ট থানা দুইজন, পবা থানা দুইজন, কাশিয়াডাঙ্গা থানা দুইজন, দামকুড়া থানা ছয়জন এবং নগর ডিবি পুলিশ ১৪ জনকে আটক করেছে।
আটকদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক করা হয় ১৪ জনকে। অন্যান্য অপরাধে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বিজ্ঞাপন
আরএআর