কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন যুবলীগ নেতাকর্মীরা
কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন যুবলীগ নেতাকর্মীরা
কুমিল্লার বিস্তীর্ণ মাঠজুড়ে বোরো ধানের ক্ষেত। পাকা ধান ঘরে তুলতে শুরু করেছেন কৃষক। তবে শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন কৃষকদের অনেকে। তাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের নেতা আতিকুর রহমান খান পিন্টুর নেতৃত্বে স্থানীয় কয়েকজন কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বুড়িচং উপজেলার এরশাদ ডিগ্রি কলেজ সংলগ্ন পয়াতের জলা মাঠের কৃষক আলমগীর হোসেন, শানু মিয়া ও মোহন মিয়ার ধান কেটে দেন তারা।
বিজ্ঞাপন
আলমগীর হোসেন বলেন, শ্রমিক সংকটে ধান কেটে বাড়ি নিতে পারছিলাম না। যুবলীগ নেতাকর্মীরা ধান কেটে আমাদের সহযোগিতা করেছেন। তাদের ধন্যবাদ জানাই।
ধান কাটায় অংশ নিয়েছেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম রনি, শাহ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, বড়িচং থানা যুবলীগের নেতা শাহ জালাল, ছাত্রলীগ নেতা তানভীর, মুরাদ, আক্তার ও বাসির প্রমুখ।
বিজ্ঞাপন
এএম/জেএস