কাতলটির ওজন ২০ কে‌জি ৫০০ গ্রাম

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে বিশাল আকৃ‌তির ২০ কে‌জি ৫০০ গ্রাম ওজ‌নের এক‌টি কাতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (১ জানুয়ারি) ভো‌রে আক্কাস মোল্লা নামে এক জে‌লের জা‌লে মাছটি ধরা পড়ে। 

সকালে মাছ‌টি দৌলত‌দিয়া ঘা‌টের নাটু মোল্লার আড়তে বি‌ক্রি কর‌তে আনেন জেলে। ঘা‌টের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৬০০ টাকা কে‌জি দ‌রে ৩২ হাজার ৮০০ টাকায় মাছটি কি‌নে নেন। পড়ে তিনি এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় মাছ‌টি বি‌ক্রি ক‌রেন। এ সময় মাছটি দেখ‌তে ভির ক‌রেন স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো.  চান্দু মোল্লা জানান, এখন নদী‌তে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়‌ছে। মাছ ধরা পড়ার পর জে‌লেরা দৌলত‌দিয়া ঘা‌টের আড়‌তে বি‌ক্রি কর‌তে আনেন। তখন তারা আড়তের মাধ্য‌মে কি‌নে সামান্য লা‌ভে ঢাকাসহ বি‌ভিন্ন স্থা‌নে যোগা‌যোগ ক‌রে বি‌ক্রি ক‌রেন। আজকের ২০ কে‌জি ৫০০ গ্রাম ওজ‌নের কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে ১ হাজার ৭০০ টাকা কে‌জি দ‌রে তিনি বি‌ক্রি ক‌রে‌ছেন।

আরএআর