৩ তরমুজ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজানকে পুঁজি করে দাম বাড়িয়ে কেজি দরে তরমুজ বিক্রি করার লাগাম টানতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মূল্য তালিকা না রাখার অপরাধে ৩ তরমুজ বিক্রেতাকে জরিমানা করা হয়।

বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনের অস্থায়ী দোকান ও রেলস্টেশন ফলপট্টিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম। এ সময় মূল্য তালিকা না রাখায় ৩ তরমুজ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, দোকানে মূল্য তালিকা টানানো না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৩ তরমুজ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সাধারণত তরমুজ বাইরে থেকে এই জেলায় আসে। 

তিনি আরও বলেন, বেপারীরা কৃষকদের কাছ থেকে কত দরে নেন, তাদের থেকে পাইকারি ব্যবসায়ীরা কত দরে নিচ্ছেন, এ ধরনের তথ্য না থাকায় অভিযান পরিচালনা করা কঠিন। এরপরও ভোক্তা সংরক্ষণ অধিদফতর এ বিষয়ে তৎপর রয়েছে। এ সময় ৫০ টাকা কেজির বেশি দরে তরমুজ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি অফিসার মো. কোবাদ আলি, নবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ, ভোক্তা সংরক্ষণ অধিদফতরের বাজার মনিটরিং টিমের সদস্য সারোয়ার জাহান সজল প্রমুখ।

জাহাঙ্গীর আলম/এমএসআর