৩০০ টাকার তরমুজ ৬০০ টাকা বিক্রি করায় সুপার শপ স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সিলেট উপ-শহরের স্বপ্ন শাখায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে অভিযানে অংশ নেন অধিদফতরের আরেক সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। এতে সহায়তা করে র‍্যাব-৯।

শ্যামল পুরকায়স্থ বলেন, স্বপ্ন প্রতি কেজি তরমুজ ৬৮ টাকা দরে বিক্রি করছিল। এ হিসাবে একটি বড় তরমুজের মূল্য পড়ে ৬০০ টাকা। অথচ তাদের ক্রয় রশিদ যাচাই করে দেখা যায় আড়ৎ থেকে তারা পিস হিসেবে তরমুজ কিনে এনেছে। এতে বড় সাইজের একটি তরমুজের দাম পড়েছে ৩০০ টাকা। পিস হিসাবে কিনে কেজি দরে ও দ্বিগুণ লাভে বিক্রির দায়ে স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাজার ও পণ্যের মান তদারকিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। রমজান মাসে এ অভিযান আরও জোরদার করা হয়েছে।

এমএএস