কৃষকের ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত লক্ষ্মীপুরের কৃষক শাহজাহান মিয়া টাকার অভাবে ধানকাটা শ্রমিক নিতে পারছিলেন না। এতে তার এক একর ২০ শতাংশ জমির পাকা ধান ক্ষেতেই ছিল। আবহাওয়া যেকোনো সময় বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। এ নিয়ে শাহজাহানের মাথায় দুশ্চিন্তা ভর করে।

খবর পেয়ে বুধবার (২৮ এপ্রিল) সকালে কাস্তে হাতে সদর উপজেলা শাকচর ইউনিয়নের কাদিরাগোজা এলাকায় শাহজাহানের ক্ষেতে উপস্থিত হন জেলা যুবলীগের নেতাকর্মীরা। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাদেরকে ক্ষেতের ফসল কাটতে ও মাড়াই করতে দেখা যায়।

জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে নেতাকর্মীরা রোজা রেখে রোদের মধ্যে ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন। সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক ও শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুও ধানকাটায় অংশ নেন।

যুবলীগের নেতাকর্মীরা জানান, কৃষক শাহজাহানের ক্ষেতের ধান পাকলেও প্রায় ১২-১৩ দিন ধরে ক্ষেতেই রয়েছে। টাকার অভাবে শ্রমিক নিতে পারছিলেন না। যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে জেলা যুবলীগ দায়িত্ব নিয়ে শাহজাহানের এক একর ২০ শতাংশ জমির ধান কেটে দেন। কাটা শেষে ধানগুলো মাড়াই করে ঘরেও তুলে দেন তারা।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগের প্রত্যেকটি ইউনিট অসহায় মানুষের পাশে রয়েছে। করোনার শুরু থেকে লক্ষ্মীপুরের সর্বত্র যুবলীগ মানুষের পাশে রয়েছে। মানবিক যুবলীগ অসহায় মানুষের ছায়া হয়ে আছে।

হাসান মাহমুদ শাকিল/এএম