অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, বিস্কুট ও রুটিসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করে আসছিল বগুড়ায় শাহী ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরি এবং রাহী ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরি

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, বিস্কুট ও রুটিসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করে আসছিল বগুড়ায় শাহী ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরি এবং রাহী ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরি। একই সঙ্গে খাদ্যপণ্যে অগ্রিম তারিখ দিয়ে বাজারজাত করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালান বগুড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাইসহ বিভিন্ন খাদ্য তৈরি, অগ্রিম তারিখ দিয়ে লেভেল লাগানোর অপরাধে ওই দুটি ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সদরের যশোপাড়া এলাকায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান চালান।

খোঁজ নিয়ে জানা যায়, সদরের যশোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, কেক, বিস্কুট, সেমাই তৈরি করা হচ্ছিল। তাতে অগ্রিম উৎপাদনের তারিখ দিয়ে পণ্যের গায়ে লেভেলিং করা হচ্ছিল। এ সময় ওই এলাকার দুটি কারখানায় জেলা প্রশাসন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ওই দুই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, কেক, বিস্কুট, সেমাই তৈরি এবং অগ্রিম উৎপাদনের তারিখ দিয়ে পণ্যের গায়ে লেভেল দিয়ে প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১০ হাজার এবং রাহী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি ও সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। 

সাখাওয়াত হোসেন জনি/এএম