করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিন হোটেলে কোয়ারেন্টিন
ফাইল ছবি
যুক্তরাজ্য থেকে সিলেট আসা যাত্রীদের নগরের আট হোটেল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও বাধ্যতামূলক ১৪ দিন এসব হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এই ১৪ দিন হোটেলে থাকা ও খাবার বিলও যাত্রীদের দিতে হবে।
জানা গেছে, যুক্তরাজ্যে সম্প্রতি নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গত ২৮ ডিসেম্বর মন্ত্রিপরিষদের বৈঠকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
পরদিন সিলেট বিভাগীয় করোনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় যুক্তরাজ্য থেকে সিলেট আসা যাত্রীদের ১৪ দিন নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে রাখা হবে। অবশ্য যাত্রীরা চাইলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বিআরডিটিআই ক্যাম্পে বিনামূল্যে থাকতে পারবেন।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা ও মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্নব ঢাকা পোস্টকে বলেন, যুক্তরাজ্যফেরত যাত্রীদের জন্য সিলেটে আট হোটেলের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞাপন
ইতোমধ্যে দরগা গেট এলাকার হোটেল স্টার স্পেসিফিক ও হোটেল হলি গেট চূড়ান্ত করা হয়েছে। আরও ৮-১০ হোটেলের সঙ্গে আমাদের কথা চলছে। দুদিনের মধ্যে আরও ছয় হোটেল চূড়ান্ত করা হবে।
ইতোমধ্যে দরগা গেট এলাকার হোটেল স্টার স্পেসিফিক ও হোটেল হলি গেট চূড়ান্ত করা হয়েছে। আরও ৮-১০ হোটেলের সঙ্গে আমাদের কথা চলছে। দুদিনের মধ্যে আরও ছয় হোটেল চূড়ান্ত করা হবে।
শাম্মা লাবিবা অর্নব, সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসন
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের একটি মেডিকেল টিম যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নিয়মিত পরীক্ষ-নিরীক্ষা করবে। কোয়ারেন্টিনের ১৪ দিনই তাদের সেবা দিতে আমরা প্রস্তুত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রীরা। প্রায় ৯০ ভাগ যাত্রীই সিলেটে নামেন, বাকিরা ঢাকা চলে যান।
এএম