সিলেটে ভারতীয় নাগরিকসহ তিনজন গ্রেফতার
জৈন্তাপুর উপজেলা থেকে ভারতীয় নাগরিকসহ তিনজন গ্রেফতার
সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ভারতীয় নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন হাজার ৩০০ পিস ইয়াবা ও ৫৫০ ভারতীয় রুপি।
গ্রেফতারকৃতরা হলেন ভারতের সিলং জেলার মুক্তাপুর থানার আমজলং বস্তির রবীন্দ্রনাথ দাশের ছেলে রিকি দাশ (১৯), জৈন্তাপুর উপজেলার আদর্শগ্রামের মো. বদরুল ইসলামের ছেলে মো. ফারুক ইসলাম (১৮) ও একই গ্রামের মৃত জয়নাল আহমেদের ছেলে মো. শামীম আহমেদ (১৮)।
বিজ্ঞাপন
শুক্রবার (০১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা এএসপি ওবাইন।
তিনি বলেন, শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ছৈলাখেল থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিন হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি রিকি দাশের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫০ রুপি।
বিজ্ঞাপন
এএসপি ওবাইন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলম ঢাকা পোস্টকে বলেন, গ্রেফতার তিনজন থানায় রয়েছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এএম