যশোরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
যশোরের কেশবপুরে ইদ্রিস আলী (১৮) নামে এক ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মঙ্গলকোট বুড়িভদ্রা নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত ইদ্রিস আলী কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়ে ইদ্রিস রাতে আর বাসায় ফেরেননি। শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় একটি মরদেহে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেটি ইদ্রিসের মরদেহ বলে শনাক্ত হয়। পুলিশ সুরতহালের পর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন
আরএআর