স্বামীর বাড়ি যাওয়া হলো না কুলসুমের
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
পটুয়াখালীতে বরপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার আগেই কুলসুম আক্তার (১৮) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া আবাসন এলাকায় ঘটনাটি ঘটে।
মৃতের মা ফরিদা বেগম জানান, প্রতিদিনের ন্যায় বুধবার (২৮ এপ্রিল) রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে কুলসুম। সকালে ঘুম থেকে উঠে কুলসুমের রুমে গেলে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পাই।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা আবদুল মুকিত বলেন, ৫ মাস আগে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা মাসুদের সঙ্গে পারিবারিকভাবে পশ্চিম হেতালিয়া গ্রামের কবির গাজীর মেয়ে কুলসুমের বিবাহ হয়।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতরের পর কুলসুমকে বরপক্ষের কাছে তুলে দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সকালে নিজ বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসআর