খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাদ জোহর হেরাজ মার্কেট জামে মসজিদে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দফতর সম্পাদক মহিবুজ্জামান কচিসহ করোনায় আক্রান্ত সব নেতাকর্মী ও দেশবাসীর সুস্থতা কামনা করা হয়।  

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, জাফর উল্লাহ খান সাচ্চু, বজলুর রহমান, স ম রহমান, শেখ ইকবাল হোসেন, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, শহিদুল ইসলাম, আছাদুজ্জামান মুরাদ, মোল্লা গোলাম মওলা, জালু মিয়া, এস এম শাজাহান, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু ও শেখ সাদী প্রমুখ।

মোহাম্মদ মিলন/এএম