রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আরও ৫৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫১ জনে।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে জানান, ৪ ঘণ্টায় বিভাগে ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩ জন পজিটিভ হয়েছেন।

তিনি আরও জানান, একই সময়ে দিনাজপুুর ও ঠাকুরগাঁওয়ে একজন করে মৃত্যু হয়েছে। এই ভাইরাসে বিভাগের ৮ জেলায় ৩৪৮ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত বিভাগে ১ লাখ ২৫ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার করোনায় আক্রান্ত থেকে মুক্ত হয়েছেন ৫৩ জন। এ নিয়ে রংপুর বিভাগে ১৭ হাজার ৯৫১ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে ১৬ হাজার ৬২০ জন সুস্থ হয়েছেন। বাকিদের হাসপাতাল ও বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার মধ্যে দিনাজপুরে ২৪, কুড়িগ্রামে ৯, নীলফামারীতে ৮, রংপুরে ৭, গাইবান্ধায় ৩ এবং ঠাকুরগাঁও জেলায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বর্তমানে বিভাগে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু দিনাজপুর জেলায়। সম্প্রতি সারাদেশের মধ্যে ৩১ জেলাকে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ জেলা হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে রংপুর ও নীলফামারী জেলা রয়েছে। যার মধ্যে রংপুরের অবস্থান ২৭ নম্বরে। 

ডা. আহাদ আলী বলেন, বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুুরে ৫ হাজার ৩৯৩ জন আক্রান্ত ও ১২৪ জনের মৃত্যু হয়েছে, রংপুরে ৪ হাজার ৬৭০ জন আক্রান্ত ও ৮০ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৬৪১ জন আক্রান্ত ও ৩৭ জনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধায় ১ হাজার ৭০৬ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে, নীলফামারীতে ১ হাজার ৫২৯ জন অক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু হয়েছে, কুড়িগ্রামে ১ হাজার ১৪৮ জন আক্রান্ত ও ১৮ জনের মৃত্যু হয়েছে, লালমনিরহাটে ১ হাজার ৪১ জন আক্রান্ত ও ১৩ জনের মৃত্যু হয়েছে, পঞ্চগড়ে ৮২৪ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়।

করোনা প্রতিরোধে রংপুরে গঠিত নাগরিক কমিটির আহ্বায়ক খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা ঝুঁকি এখন সবখানে। এ পরিস্থিতিতে যত বেশি নমুনা পরীক্ষা করা হবে, তত বেশি করোনা পজিটিভ রোগী বাড়বে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ঢাকা পোস্টকে বলেন, করোনার সংক্রমণ রোধে ও সরকারি নির্দেশনা কার্যকর করতে মাঠে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও র‌্যাব কাজ করছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর