২ ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের চকআতাউল্লা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনই সিলেটগামী ট্রাকের চালক ও হেলপার। তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটগামী ট্রাকের সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিলেটগামী ট্রাকের চালক ও হেলপার মারা যান।
বিজ্ঞাপন
খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমির উদ্দিন বলেন, এ ঘটনায় তামাবিল হাইওয়ে পুলিশ ট্রাক দুটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।ময়নাতদন্তের জন্য লাশ দুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
তুহিন আহমদ/এমএসআর