বাগেরহাটে চাঁদাবাজি চলবে না : শেখ তন্ময়
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য শেখ তন্ময়
সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, বাগেরহাট একটি সম্ভাবনাময় জেলা। আমরা এই জেলাকে একটি সম্মৃদ্ধ জেলায় রূপান্তর করতে চাই। সুখী-সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে যা যা করা প্রয়োজন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তা করব। এই জেলায় টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ঘের দখল চলবে না।
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে শনিবার (০২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
কাটাখালি ট্রাফিক মোড়ে সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়তে উদ্দিন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু প্রমুখ।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এমএসআর