ঈদ শুভেচ্ছার নামে চাঁদাবাজি করলে পুলিশে দেওয়ার আহ্বান যুবলীগের
কোনো অসাধু ব্যক্তি সংগঠনের নামে রাজনৈতিক পদপদবি ব্যবহার করে চাঁদাবাজি, টাকাপয়সা দাবি করলে বা ঈদ শুভেচ্ছার নামে অনৈতিকভাবে অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ।
খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক শাহাজালাল হোসেন সুজন এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। একই সঙ্গে মো. সফিকুর রহমান পলাশ তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে অবশ্যই খুলনা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনকে জানাবেন। কোনো সন্ত্রাসী চাঁদাবাজ অনৈতিক ব্যক্তির জায়গা বাংলাদেশ আওয়ামী যুবলীগে নেই।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চাঁদাবাজ, তোলাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুদের কোনো ঠাঁই নাই নগর যুবলীগে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা আমাদের অভিভাবক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দীন জুয়েল, খুলনা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানার সহযোগিতায় ও আহ্বায়ক কমিটির সদস্যরা মিলে আমাদের সব কার্যক্রম পরিচালনা করি। এ জন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার অর্থসহ অনৈতিক সুবিধা নেওয়া হয় না।
অতএব সংগঠনের নাম, পদপদবি ব্যবহার করে কেউ অর্থ বা কোনো প্রকার অনৈতিক সুবিধা চাইলে সঙ্গে সঙ্গে পুলিশে ধরিয়ে দিন।
মোহাম্মদ মিলন/এনএ