সোনারগাঁয়ে ব্যাটারি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
সোনারগাঁয়ের ত্রিপদী এলাকায় কঙ্কা ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের ত্রিপদী এলাকায় কনকা নামের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (০৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মোগড়াপাড়ার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, সোনারগাঁ, বন্দর, মণ্ডলপাড়া, গজারিয়াসহ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। শ্রমিকরা জানায়, সকালে কাজে যোগদান করার পরপরই আগুনের সূত্রপাত ঘটে।
ধারণা করা হচ্ছে– বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে আমরা কাজ শুরু করেছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
এমএসআর