শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৯ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও আটজন।

করোনায় মারা যাওয়া নওশের আলী (৭০) বগুড়া শহরের সূত্রাপুরের বাসিন্দা। নওশের বৃহস্পতিবার (০৬ মে) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার (০৭ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি বলেন, বগুড়ায় করোনার সংক্রমণ কমেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৩ নমুনার ফলাফলে আটজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪ দশমিক ১৪ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৯ জন। নতুন আক্রান্ত আটজনের সবাই সদরের বাসিন্দা। এর আগের দিন জেলায় ২০১ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ডা. তুহিন বলেন, ৬ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনায় আটজনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসে ৩ নমুনায় সবার নেগেটিভ এসেছে।   

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৯৫৭ জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৯ জনে দাঁড়াল। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৪৪ জন।

সাখাওয়াত হোসেন জনি/এএম