মাছের ঘেরে ভাসছিল প্রতিবন্ধী যুবকের লাশ
ফাইল ছবি
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মজুমদারের খালপাড় এলাকায় মাছের ঘের থেকে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রিংকু মল্লিক (২২)। তিনি ওই এলাকার জব্বার মল্লিকের ছেলে।
বিজ্ঞাপন
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন বলেন, মাছের ঘেরে নগ্ন ও কর্দমাক্ত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের পরিবার বলছে, রিংকু মল্লিক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসপি
বিজ্ঞাপন