আজিজ-রেজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কাপড় বিক্রি করা হয়

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় দরিদ্র, অসহায় মানুষেরা মাত্র ১০ টাকায় ঈদের কাপড় কেনার সুযোগ পেয়েছেন। মঙ্গলবার (১১ মে) দুপুরে 'আজিজ-রেজিয়া' ফাউন্ডেশনের উদ্যোগে তাদের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিক্রি করা হয়।

পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ ফাউন্ডেশনের আয়োজিত স্টল থেকে ১০ টাকায় নিজেদের পছন্দের পোশাক কিনেছেন।

কথা হয় কাপড় কিনতে আসা কয়েকজন ক্রেতার সঙ্গে। তারা ঢাকা পোস্টকে বলেন, নিজের পছন্দের মতো কাপড় কিনতে পারছি। দাম মাত্র ১০ টাকা। এতে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং খুবই ভালো লাগছে।

আজিজ-রেজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা অনেক সময় জাকাতের কাপড় দিয়ে থাকি। সেখানে মানুষের পছন্দের জায়গাটা ও আত্মসম্মানের জায়গা থাকে না। এখানে সামান্য একটা মূল্য দিয়ে, তার পছন্দের মতো কাপড় কেনার সুযোগ থাকছে।

মানুষের আত্মসম্মান, পছন্দ ও আনন্দ-উচ্ছ্বাসটাকে বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ কাজ করা বলে জানান এই প্রতিষ্ঠাতা।

চম্পক কুমার/এনএ