করোনাভাইরাস সংক্রমণের কারণে এবারও খুলনায় উন্মুক্ত স্থানে বা মাঠে ঈদের জামাত হবে না

খুলনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে এবারও উন্মুক্ত স্থানে বা মাঠে ঈদের জামাত হবে না। এবারের ঈদের প্রধান ও প্রথম জামাত সকাল ৮টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে সিটি করপোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নিজেদের সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার সব মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের নামাজের জামাত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

সোনাডাঙ্গা আল আকসা জামে মসজিদ ও সোনাডাঙ্গা নাছির সড়ক বায়ইতুস সালাম জামে মসজিদে সকাল ৮টায়, ময়লাপোতা মোড়স্থ বায়তুল আমান জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায়, ইকবাল নগর জামে মসজিদ, খানজাহান আলী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, রায়পাড়ায় মসজিদে মিনায় ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, তারের পুকুর আল-হেরা জামে মসজিদে প্রথম জামাত ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, শিববাড়ির ইব্রাহীম সড়ক মিয়াবাগ গোরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।

নূরনগর জামে মসজিদ, নূরনগর গণপূর্ত ভবন জামে মসজিদ ও জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনি জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ হবে। লবনচরা হাজী আব্দুল মালেক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় জামাত হবে।

দৌলতপুরের কৃষি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, শাহী জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত ৮টায়, ফায়ার সার্ভিস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, দেয়ানা উত্তরপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মোল্লাপাড়া জামে মসজিদে সকাল ৮টায়, বায়তুল কোবা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বায়তুল মামুর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, দেয়ানা মোহাম্মাদীয়া মাদরাসা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বায়তুল আল আকসা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ফাইতুল ফালাহ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সুলতানিয়া জামে মসজিদে সকাল ৮টায়, মুহসীন মোড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, আঞ্জুমান কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, দৌলতপুর বাজার জামে মসজিদে সকাল ৮টায়, সরকারি বিএল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, পাবলা বায়তুল রহমত জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, নতুন রাস্তা জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়, মধ্যডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, ইস্পাহানী কলোনি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ইসলামবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, জেএমসি জামে মসজিদে সকাল সোয়া ৮টায়, রেলগেট কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের নামাজ আদায়ের সময় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাতারে দাঁড়াতে হবে। মসজিদে অজুর স্থানে সাবান ও স্যানিটাইজার রাখতে হবে। মুসল্লিদের বাসা থেকে অযু করে এবং মাস্ক পরে আসতে হবে। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো যাবে না। মসজিদে কার্পেট বিছানো যাবে না। মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে এবং মুসল্লিরা জায়নামাজ নিয়ে আসবেন।

ঈদের দিন সকালে সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের আগে নামানো হবে।

ঈদুল ফিতরের সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক, ড্রাম বাজানো, রঙিন পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো যাবে না।

ঈদ ঘিরে রাস্তায় গেট নির্মাণ, ব্যানার টানালে রাস্তা সংকুচিত হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে এবং শহরের সৌন্দর্য নষ্ট হয়। এজন্য গেট নির্মাণ ও ব্যানার টানানো যাবে না।

ঈদ উপলক্ষে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ অতিরিক্ত যাত্রী বহন ও হয়রানি করা যাবে না। বাস টার্মিনালের শৃঙ্খলা বজায় রাখাসহ যাত্রীদের নির্বিঘ্নে চলাচলে সহায়তা করতে হবে। সরকার নির্ধারিত প্রতিটি যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে সিটের অর্ধেক যাত্রীর বেশি ওঠানো যাবে না। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
    
যাকাতের একটি অংশের অর্থ সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার চলতি হিসাব নম্বর-৩৩০০০৮৩৫; ইসলামী ব্যাংক খুলনা শাখার চলতি হিসাব নম্বর-২১৫ এবং জনতা ব্যাংক খুলনা করপোরেট শাখার চলতি হিসাব নম্বর-৩৩০০৭৫৭ অথবা বয়রা খুলনার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের কাছে সরাসরি দেওয়া যাবে।

মোহাম্মদ মিলন/এএম