একটি কালভার্টের অভাবে পানিবন্দি অর্ধশতাধিক পরিবার
বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পানিবন্দি থাকে গ্রামের অর্ধশতাধিক পরিবার
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাঝ দিয়ে গেছে কাথুলী সড়ক। সড়কটি একটি গ্রামকে দ্বি-খণ্ডিত করে রেখেছে। পাকা রাস্তা হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা নেই। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পানিবন্দি থাকে গ্রামের অর্ধশতাধিক পরিবার।
এলাকাবাসী জানায়, সামান্য বৃষ্টি হলেই প্রতিটি বাড়ির উঠানে হাঁটুপানি জমে। হাঁটুপানিতে মানবেতর জীবনযাপন করেন এখানে বসবাসকারীরা। বিকল্প ব্যবস্থা না থাকায় পানির মধ্যেই রাখাতে হয় গৃহপালিত পশুপাখি। ফলে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। শিশুদের নিয়ে পড়তে হয় ঝুঁকিতে। পানিবন্দি জীবনযাপন দীর্ঘদিনের। প্রতি বছর বর্ষাতে গ্রামের মানুষ উপজেলা প্রশাসনের কাছে এলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি।
বিজ্ঞাপন
আইদুল ইসলাম জানান, বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে ও বৃদ্ধ মা। অল্প বৃষ্টি হলেই উঠানে জমে যায়। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।
ভাটপাড়া গ্রামের আমিনুল ইসলাম বলেন, গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে কালভার্টের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি, কাটেনি দুর্দশা। গতকালের বৃষ্টিতে আবার পানিবন্দি হয়ে পড়েছে গ্রামের পরিবারগুলো।
বিজ্ঞাপন
গ্রামবাসীর দাবি, একটি মাত্র কালভার্ট স্থাপন হলে গ্রামে জমে থাকা পানি কাজলা নদীতে গিয়ে পড়বে। পানিবন্দি জীবন থেকে রক্ষা পাবেন তারা। এজন্য কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে তাদের দুর্দশা দেখেছি। কাজটি সড়ক ও জনপথের আওতাভুক্ত। সড়ক ও জনপথের কাছে আবেদন করা হলে দুর্ভোগ লাঘব হবে গ্রামবাসীর।
মোহাম্মদ মিলন/এএম