খাদ্য অধিকার আইন প্রণয়ন দাবিতে বরিশালে গণমিছিল
‘খাদ্য অধিকার আইন’ প্রণয়ন দাবিতে বুধবার বরিশালে গণমিছিল
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে বরিশালে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রান্তজন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের (খানি) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘দেশের মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টির নিরাপত্তা অধিকার-মানবাধিকার নিশ্চিত করতে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়ন জরুরি। কারণ খাদ্য অধিকার শুধুই রাষ্ট্রীয় ও সাংবিধানিক অধিকার নয় বরং মানবাধিকারের অংশ। তাই নাগরিকের খাদ্য অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আর এই দায়িত্ব তখনই পালন করা সম্ভব হবে, যখন একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তা করতে হলে খাদ্য অধিকার আইন প্রণয়নের কোনো বিকল্প নেই’।
বিজ্ঞাপন
কর্মসূচিতে অংশগ্রহণ করেন অধ্যাপক শাহ্-সাজেদা, সহকারী অধ্যাপক শিবানি চৌধুরী, ম্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, র্যাক’র নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, ক্যাব’র সম্পাদক রনজিৎ দত্ত, এনভিএস’র নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, বিএফডিএস’র নির্বাহী পরিচালক মো. শাহ্ জালাল, বেলা’র বিভাগীয় সমন্বয়কারী লিংকর বায়েন প্রমুখ।
এমএসআর
বিজ্ঞাপন