সেই শাহ আলমের হাতে ‘সমাজসেবার সম্মাননা’
সমাজসেবার সম্মাননা নিচ্ছেন আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম
ব্রাহ্মণবাড়িয়ায় মহামারি করোনাভাইসের সময়ে অসহায়-গরীবদের জন্য সরকারের দেয়া ওএমএস কার্ডে ভাগ বসানো ‘সামর্থ্যবান’ আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমকে এবার সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয়েছে। সমাজসেবা দিবস উপলক্ষে শনিবার (২ জানুয়ারি) শাহ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
গরীবের ওএমএস কার্ডে ভাগ বসিয়ে বিতর্কিত হওয়া শাহ আলমকে সম্মাননা জানিয়ে খোদ বিতর্কে জড়িয়েছে সমাজসেবা কার্যালয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, ওএমএস কেলেঙ্কারির বিষয়টি আগে থেকে না জানার কারণে এই বিতর্ক তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত ওএমএস কার্ডের তালিকায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহ আলমের স্ত্রী মোছাম্মৎ মমতাজ আলম ও মেয়ে আফরোজাসহ স্বজনদের নাম ওঠানো হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তুমুল সমালোচনার মুখে গত ১৩ মে জেলা ওএমএস কমিটির সভায় শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়।
ডিলারশিপ বাতিলের বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানিয়েছিলেন, ওএমএস কার্ডের তালিকায় পরিবার ও স্বজনদের নাম ওঠানোর ব্যাপারে সংশ্লিষ্টতা পাওয়ায় শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়।
বিজ্ঞাপন
এদিকে, শনিবার সমাজসেবার জন্য শাহ আলমকে সম্মাননা জানানো হয়। এক অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সমাজসেবার সম্মাননা তুলে দেন শাহ আলমের হাতে। পরে শাহ আলম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সম্মাননা পাওয়ার বিষয়ে পোস্ট করেন। তার এই পোস্ট দেয়ার পর পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সম্মাননা নেয়ার ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, ‘আমি সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত একজন সমাজকর্মী। সমাজসেবা কার্যালয় থেকেই আমাকে এই সম্মাননার জন্য বাছাই করা হয়েছে। একটি দুষ্ট চক্র রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করছে’।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস বলেন, উনি (শাহ আলম) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশিক্ষিত একজন সমাজকর্মী। পাশাপাশি আমাদের শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য। ওএমএস ডিলারশিপ বাতিলের তথ্যটি আমাদের জানা ছিল না। করোনাভাইরাসের কারণে আমাদের তাড়াহুড়োর মধ্যে অনুষ্ঠান করতে হয়েছে। যদি আমরা আগে থেকে জানতাম, তাহলে যোগ্যদের মধ্যে তার (শাহ আলম) নাম আসতো না’।
এসপি