বরিশালে ফেসবুক লাইভে এসে মো. আকাশ নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আকাশ বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের বাসিন্দা কাওছারের সৎ ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশের মা কহিনূর চার বছর আগে প্রথম স্বামী কবির হোসেনকে ছেড়ে কাউনিয়ার বাসিন্দা কাওছারকে বিয়ে করেন। তবে আকাশ কখনো মায়ের সঙ্গে আবার কখনো বাবার সঙ্গে থাকতো।

সোমবার বিকেল ৪টার দিকে কাউনিয়া হাওলাদার সড়কের বাসায় বাসায় একা থাকা অবস্থায় আকাশ ফেসবুক লাইভে এসে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। ওই লাইভে তার বন্ধুদের কমেন্ট করতে দেখা গেছে।

বিকেল সাড়ে ৪টার দিকে আকাশের মা কহিনুর এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় জানালা দিয়ে ছেলেকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি জানালা ভেঙে ভেতরে ঢুকে ছেলেকে নামিয়ে বর্তমান স্বামী কাওছারকে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আকাশের বাবা কবির হোসেন জানান, সকালে তিনি পশ্চিম কাউনিয়ার মোল্লা বাড়িতে আকাশকে রেখে গেছেন। বিকেলে লোক মারফত জেনে ঘটনাস্থলে এসে কাউকে না পেয়ে মেডিকেল এসে দেখেন আকাশের মরদেহ পড়ে আছে। কী কারণে আকাশ আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।

নগরীর কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই আকাশের মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

তিনি বলেন, ফেসবুক লাইভে আকাশ আত্মহত্যা করেছে এমন কোনো প্রমাণ এখনও আমরা পাইনি।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর