নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইয়াছিন মিয়া (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

নিহত ইয়াছিন মিয়া উপজেলার কাচারিকান্দি গ্রামের হবি মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরাঞ্চলের কাচারিকান্দি গ্রামের মনার বাড়ি  ও ফাজিলা বাড়ির মধ্যে বিবাদ চলছিল। এর মধ্যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কাথা কাটাকাটি চলছে। সর্বশেষ সোমবার বিকেলে কথা কাটাকটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। এ ঘটনায় আহত অবস্থায় ইয়াছিন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন,  আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। এখনও (রাত সাড়ে ৯টা) সংঘর্ষ চলছে। তবে এলাকায় পুলিশ আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে রায়পুরা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে সঠিক সংখ্যাটা বলতে পারছি না। এলাকায় পুলিশ মোতায়েন আছে।

রাকিবুল ইসলাম/আরএআর