৯৯৯-এ কল দিয়ে শিশুকে খুঁজে পেল পরিবার
জাতীয় হেল্পলাইন ৯৯৯ নম্বরে কল দিয়ে সিরাজুল ইসলাম (১২) নামে এক শিশুকে খুঁজে পেল তার পরিবার। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কলাপাড়া পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
গত শনিবার এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার কথা বলে সিরাজুলকে ঝিনাইদহ সদর উপজেলা থেকে নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার নামক স্থানে শিশুটিকে ফেলে রেখে যায়। পরে শিশুটি ওই বাজারে কান্না করতে করতে ঘোরাফেরা করছিল।
বিজ্ঞাপন
এসময় স্থানীয়রা তাকে দেখে জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ কল দেয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় ফোন দিয়ে তার পরিচয় শনাক্ত করেন। সে ঝিনাইদহের কালিপুর এলাকার মহিলা কলেজ পাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
কাজী সাঈদ/এমএএস