মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীর তেমন চাপ নেই। সকাল থেকেই এ রুটে ঢাকামুখী যানবাহন ও যাত্রীর চাপ অনেক কমেছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ করপোরেশন আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েক দিন ঢাকামুখী যাত্রী ও যানবাহনের বেশ চাপ ছিল পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। তবে সকাল থেকে কর্মস্থলমুখী যাত্রীর চাপ কিছুটা থাকলেও তা আগের তুলনায় অনেক কম। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি চলাচল করায় ঢাকামুখী যাত্রীরা ভোগান্তি ছাড়াই নৌপথ পারাপার হয়ে পাটুরিয়ায় আসছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঈদে ফিরতে যাত্রায় ঢাকামুখী যাত্রীদের নৌপথে কোনো রকম ভোগান্তি নেই বলে জানান তিনি।

সোহেল হোসেন/এসপি