৬০ ফুট উঁচু পানির ট্যাংকে উঠে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা
রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৬০ ফুট উঁচু পানির ট্যাংকে উঠে এক কলেজছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২০ মে) বিকেল সোয়া ৫টার দিকে শেরে বাংলা স্কুল সংলগ্ন রেলওেয়ের পানির ট্যাংকে ওঠেন ওই কলেজছাত্রী।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে অভিনব কায়দায় দেড় ঘণ্টা চেষ্টা পর তাকে রশি দিয়ে বেঁধে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রীর বাড়ি রাজবাড়ীর সজ্জনকান্দা গ্রামের বড়পুল এলাকায়। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সাব্বির হোসেন বলেন, দুপুরের পর থেকে ওই ছাত্রীকে পানির টাংকের পাশের পাকা রাস্তা দিয়ে একাধিকবার আসা-যাওয়া করতে দেখা যায়। একপর্যায়ে ওই ছাত্রী পানির টাংকের সিঁড়ি বেয়ে দীর্ঘ ৬০ ফুট ওপরে উঠে যান। তিনি প্রথমে সেখান থেকে লাফিয়ে নিচে পড়ার চেষ্টা করেন। তবে তাতে ব্যর্থ হয়ে ওড়না দিয়ে নিজের চোখ বেঁধে পুনরায় লাফ দেওয়ার চেষ্টা করেন। সে সময় স্থানীয় তিন যুবক ৯৯৯ নম্বরের ফোন দেওয়ার পাশাপাশি দ্রুত পানির টাংকের ওপরে ওঠেন এবং ওই ছাত্রীকে লাফ দিয়ে নিচে পড়ার হাত থেকে রক্ষা করেন।
বিজ্ঞাপন
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। জানতে পারি শেরে বাংলা স্কুল সংলগ্ন এলাকায় একটি মেয়ে ৬০ ফুট উঁচু পানির ট্যাংকে উঠেছে। সেখানে তিনি অস্বাভাবিক অবস্থায় আছেন। পরে তাকে দেড় ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঢাকা পোস্টকে বলেন, মেয়েটি মানসিক রোগী। এর আগেও অনেকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিবার থেকে তার চিকিৎসাও করানো হচ্ছে।
মীর সামসুজ্জামান/আরএআর