মোংলায় তেলবাহী ট্যাংকারে আগুন লেগে নিহত ১
বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে ওটি সি লিংক নামক একটি তেলবাহী ট্যাংকারে লাগা আগুনে দগ্ধ হয়ে জাহাজের ইঞ্জিনচালক মোহাম্মাদ আলী ওরফে লাল মিয়ার (৫২) মৃত্যু হয়েছে। অগ্নিকানণ্ডের ঘটনায় গ্রিজার মো. ইয়াছিন পাটোয়ারী দগ্ধ হয়েছেন।
রোববার (২৩ মে) দুপুর ২টার দিকে পশুর নদীর মোংলা বন্দর এলাকার মেঘনা ডিপোর জেটিতে নোঙর করা অবস্থায় ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
দগ্ধ ইঞ্জিনচালক লাল মিয়া ও গ্রিজার মো. ইয়াছিনকে উদ্ধার করে করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চালক লাল মিয়া মারা যান।
ইয়াছিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহত ইয়াছিন ফেনী ছাগলনাইয়া উপজেলার সুলতান আহমেদ পাটোয়ারীর ছেলে। তবে নিহতের ঠিকানা জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
তানজীম আহমেদ/এমএসআর