ঘূর্ণিঝড় ইয়াস : টহল ফাঁড়ির ৫০ জনকে নেওয়া হলো নিরাপদে
ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের ঝুঁকিপূর্ণ ৮টি টহল ফাঁড়ির কর্মকর্তা ও বনরক্ষীসহ ৫০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
শরণখোলা রেঞ্জের ঝুঁকিপূর্ণ ফাঁড়ির মধ্যে রয়েছে দুবলা, ককিলমুনি, শ্যালা, কচিখালী ও চড়খালী এবং চাঁদপাই রেঞ্জের মধ্যে রয়েছে তাম্বুলবুনিয়া, জোংড়া ও ঝাপসি টহলফাঁড়ি বন অফিস। এছাড়াও সুন্দরবনে অবস্থান করা জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবন-সংলগ্ন উপকূলবর্তী স্টেশনে থাকা বনরক্ষী ও কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ২৬ মে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সতর্কভাবে নিরাপদ অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
তানজীম আহমেদ/এমএসআর