ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাইসাইকেল চালিয়ে ১০২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে সাদ রহমত উল্লাহ সামি ও আবিদ আজমাঈন অয়ন নামে জয়পুরহাটের দুই শিক্ষার্থী। রোববার (২৩ মে) সকাল ৬টায় জয়পুরহাট শহরের হাজী বদর উদ্দিন রোড মাতৃভূমি অটিজম একাডেমির সামনে থেকে বাইসাইকেলে তারা রওনা দেয়। 

এরপর পাঁচবিবি হয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর, বিরামপুর, নবাবগঞ্জ উপজেলার শেখ রাসেল জাতীয় উদ্যান হয়ে প্রায় ১৩ ঘণ্টা সাইকেল চালিয়ে সন্ধ্যা ৭টায় তারা জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়।

সাদ রহমত উল্লাহ সামি জয়পুরহাট পৌর শহরের হাজী বদরউদ্দীন রোড এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আর আবিদ আজমাঈন অয়ন পৌর শহরের আরাফাত নগর মহল্লার এএফএম রেজাউন নবীর ছেলে এবং সদর থানা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আবিদ আজমাঈন অয়ন ঢাকা পোস্টকে বলে, আমরা যেদিন প্রতিবাদের উদ্দেশ্যে ১০২ কিলোমিটার পারি দেই সেদিন ছিল প্রচণ্ড গরম। যেখানে মানুষ ঘরের ভেতরই থাকতে পারছিল না সেখানে আমরা খোলা আকাশের নিচে একদম রোদে অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে এই প্রতিবাদ জানিয়েছি। এতে আমাদের শরীর থেকে অনেক ঘাম ঝরে। প্রায় ১০ লিটার পানি পান করতে হয়েছে।

জয়পুরহাটের পর থেকে কিছু দূর রাস্তা খুব খারাপ ছিল। সেখানে আমাদের সমস্যা দেখা দেয়। যখন ক্লান্ত হয়ে কিছু কিছু জায়গায় বিশ্রাম নিয়েছিলাম এবং যাওয়ার সময় অন্য মানুষেরা আমাদের প্রতিবাদ সম্পর্কে জেনেছিল তখন আমাদের উৎসাহ বেড়ে যায় এবং বিরতি তেমন প্রয়োজন হয় না। আমি পরিশেষে বলতে চাই ফিলিস্তিনিদের ওপর যে হামলা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের সকলের এগিয়ে আসা দরকার এবং এ রকম প্রতিবাদ জানানো উচিত।

সাদ রহমত উল্লাহ সামি ঢাকা পোস্টকে বলে, সাইকেলে নিজ দেশের পতাকা লাগিয়ে ঘুরে বেড়ানোর অনুভূতিই আলাদা। তবে এবার ফিলিস্তিনের পতাকাও নিতে হয়েছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সকালে বাড়ি থেকে রওনা দিয়ে পাঁচবিবি পেরিয়ে হিলিতে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে এসে এ পাশ থেকে ফিলিস্তিনের পতাকা ওড়াই। তারপর বিরামপুর-নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানে (আশুরার বিলে) যাই। 

চলার পথে যারা বুঝতে পেরেছিল আমাদের উদ্দেশ্য তারা হাত নাড়িয়ে বা কোনো সংকেত দিয়ে বুঝিয়ে দিচ্ছিল  ‘Go ahead, you are doing great’। আর যারা বুঝতে পারেননি তারা আমাদের দাঁড় করিয়ে প্রশ্ন করছিলেন। তাদের বুঝিয়ে বললে প্রতিবাদের এই বিষয়টিকে তারা সাধুবাদ জানান। আমাদের সবার উচিত ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানো। আর এ লক্ষ্যেই ১০২ কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা এর প্রতিবাদ জানিয়েছে। 

জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার মন্ডল ঢাকা পোস্টকে বলেন, তারা যেভাবে প্রতিবাদ জানিয়েছে সেটা একটা ভালো উদ্যোগ। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে অনেক শিশু, যুবকসহ নানা বয়সী মানুষ মারা গেছে। আমরাও চাই ফিলিস্তিনের ওপর এমন নির্যাতন বন্ধ হোক। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি ফিরে আসুক।

চম্পক কুমার/আরএআর