নিমাইয়ের সারারাতের কষ্টের অবসান ঘটাল দুই পাঙ্গাস
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ভোর রাতে জেলে নিমাই হলদারের জালে ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছ দুটি বিক্রি হয়েছে ১৮ হাজার ৯০০ টাকায়।
সোমবার (২৪ মে) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে জেলে নিমাই হালদার মাছ দুটি নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমায়।
বিজ্ঞাপন
জেলে নিমাই হালদার বলেন, রোববার দুপুর ১২টার দিকে ৪ জন মিলে দৌলতদিয়ার বাড়ি থেকে পদ্মা নদী হয়ে ঢাকার দোহার থানার জয়পাড়া এলাকায় মাছ ধরতে যাই। মাছের আশায় সারারাত সবাই জাল ফেলে সেখানে বসে থাকি। কিন্তু মাছের কোনো দেখা মেলে না। ভোরের দিকে হঠাৎ জালে জােরে একটা ধাক্কা মারে তখন বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে অনেকক্ষণ ধরে ৪ জন মিলে জাল তুলে দেখি বড় দুটি পাঙ্গাস মাছ।
বিজ্ঞাপন
প্রায় দুইমাস পরে বড় ধরনের মাছ জালে ধরা পড়ল। পরে মাছ দুটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে নিয়ে এলে মাছ ব্যবসায়ী চাঁদনি আরিফা মৎস আড়তের মালিক চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছ দুটি আমি কিনে নিয়েছি। এখন ১৫০০ টাকা কেজি দরে ঢাকায় বিক্রি করার জন্য যোগাযোগ করছি।
এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে এখন প্রায়ই বড় আকৃতির মাছ ধরা পড়ছে। বড় আকৃতির পাঙ্গাস খুবই কম দেখা যায়।
মীর সামসুজ্জামান/এমএএস