ইজিবাইকে পাচার হচ্ছিল চার কোটি টাকার ইয়াবা
কক্সবাজারের রামু থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় উদ্ধার হওয়া দেড় লাখ ইয়াবার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকার বেশি বলে জানিয়েছে ডিবি কর্মকর্তারা।
সোমবার (২৪ মে) দুপুরে রামু-মরিচ্যা সড়ক ব্যবহার করে ইজিবাইকে পাচারকালে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন, উখিয়া উপজেলার ওয়ালাপালং এলাকার রশিদ আহমদের ছেলে আবুল হাশেম (২৩) ও তার সহযোগী কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৬নং ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে মোহাম্মদ আলম (২০)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, রামু-মরিচ্যা সড়কে একটি ইজিবাইকে করে ইয়াবার বড় একটি চালান পাচার হতে পারে এমন সংবাদে অভিযানে যায় ডিবির একটি টিম। এসময় ইজিবাইকে করে কার্টনে মোড়ানো ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
এদিকে দুপুরে ব্রিফিংকালে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, পুলিশি তৎপরতা শুরু হওয়ায় মাদক কারবারিরা ভিন্ন ভিন্ন পন্থা ব্যবহার করছে। আমরাও জোড়াল অভিযান শুরু করেছি। কোনোভাবেই মাদক কারবারিদের মাথা গজানোর সুযোগ দেয়া হবে না বলে হুশিয়ারি পুলিশ সুপারের।
মুহিববুল্লাহ মুহিব/এমএএস