জয়পুরহাট জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্নজনের কাছে অর্থ দাবি করছে একটি প্রতারক চক্র। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। 

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম সোমবার (২৪ মে) বিকেলে ঢাকা পোস্টকে বলেন, আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র উপজেলা পরিষদের চেয়ারম্যান পাঁচবিবি, ক্ষেতলালে আমার নাম বলে ফোন দিয়েছিল। তখন আমি মিটিংয়ে ছিলাম। এ সময় ওই সরকারি মোবাইল নম্বরটি মনিটরে ভেসে ওঠে।

এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকা লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করে আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি। জেলা প্রশাসক বলেন, গ্রামীণফোনকে বিষয়টি জানানো হয়েছে। কারও কাছে এ রকম ফোন গেলে তারা যেন আইনের আশ্রয় নেন।

চম্পক কুমার/এমএএস