ফাইল ছবি

দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। পদ্মায় ঘন কুয়াশার কারণে গতকাল বুধবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয় শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মো. সালাম হোসেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে নদীতে ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরির সামনের বাতির আলো অস্পষ্ট হয়ে যাওযায় মাঝ নদীতে চারটি ফেরি নোঙ্গর করে। এ কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ছয় শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ এসব যানবাহনগুলোকে পারাপার শুরু করা হয়েছে ।

এসপি