সাতক্ষীরায় ভেজাল মধু বিক্রি, বিক্রেতার অর্থদণ্ড
সাতক্ষীরায় ৮০ কেজি ভেজাল মধু জব্দ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৮০ কেজি ভেজাল মধুসহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ৩টার দিকে তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, আটক মধু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪৫) ব্রজপাটুরিয়া গ্রামের আবুল কাশেম কারিগরের ছেলে। মধু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, শ্যামনগর উপজেলার সুন্দরবন-উপকূলীয় ছোট ভেটখালী এলাকার এক ব্যক্তির কাছ থেকে ১ মাস আগে মধু নিয়ে ব্যবসা শুরু করেছি। মধু এনে এলাকার মানুষের কাছে বিক্রি করি। এটি ভেজাল মধু কি না— আমি জানি না।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম বলেন, ৮০ কেজি মধুসহ আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরীক্ষা করে দেখা গেছে, মধু ভেজাল। ভেজাল মধু বিক্রেতা আব্দুর রাজ্জাককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, কালিগঞ্জের দোকানে দোকানে যারা ভেজাল মধু বিক্রি করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুন্দরবনের খাঁটি মধুর দাম বেশি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা লাভের আশায় ভেজাল মধুকে সুন্দরবনের মধু বলে বিক্রি করেন।
বিজ্ঞাপন
এমএসআর