সাতক্ষীরার নওয়াবেকাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় জব্দ ট্রাক

সাতক্ষীরা-ভোমরা সড়কের নওয়াবেকাটি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে চালক ও পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

নিহতরা হলেন— ভোমরা এলাকার বাবর আলীর ছেলে মোটরসাইকেল চালক কবির হোসেন (৪০) ও পাথর ব্যবসায়ী নওয়াপাড়া এলাকার সাধন।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক বিশ্বজিত সরকার বলেন, ব্যবসায়িক কাজ শেষে সাধন ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। অন্যদিকে, সাতক্ষীরার দিক থেকে একটি ট্রাক ভোমরা বন্দরের দিকে আসছিল। পথিমধ্যে নওয়াবেকাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুইজন। পরে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুইজন ঘটনাস্থলে নিহত হন।

তিনি বলেন, খবর শুনেই তাৎক্ষণিক লাশ দুটি উদ্ধার ও ঘাতক ট্রাক জব্দ করা হয়। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।

এমএসআর