অবশেষে ঠিক হলো হাসপাতালের আইপিএস
সিভিল সার্জন অফিসের নির্দেশে অবশেষে মেরামত করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া (সদর) ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অকেজো হয়ে পড়ে থাকা আইপিএস। শনিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (এমএমও) ডা. মো. ফিরোজ হোসেন তালুকদার।
হাসপাতালের স্টোর কিপার মো. গোলাম কিবরিয়া বলেন, সংবাদ প্রকাশের পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে আইপিএস মেরামত করার জন্য বললে আমি সেদিনই মেরামত করে নিয়ে এসেছি। পাশাপাশি অনেক দিন অব্যবহৃত অবস্থায় থাকায় চার্জও চলে গিয়েছিল।
বিজ্ঞাপন
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (এমএমও) ডা. মো. ফিরোজ হোসেন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, সিভিল সার্জন অফিস থেকে নির্দেশনা আসার পর সেদিনই আইপিএসটি মেরামত করা হয়েছে।
তবে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিদ্যুৎ চলে গেলে আইপিএস বেশি ব্যাকআপ দিতে পারে না। তাই স্থায়ী সমাধানের জন্য একটি জেনারেটর দেওয়ার জন্য দাবি জানান তারা।
বিজ্ঞাপন
এ বিষয়ে কথা বলার জন্য সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জনের অফিশিয়াল নম্বর যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এর আগে ‘৫০ টাকার জন্য মেরামত হচ্ছে না হাসপাতালের আইপিএস’ শিরোনামে ঢাকা পোস্ট অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়।
শুভ কুমার ঘোষ/এনএ