বাগেরহাটের রামপালে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে তানভীর হোসেন (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সোমবার (৩১ মে) বিকেলে উপজেলার কন্যাডুব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
তানভীর কন্যাডুব গ্রামের নজরুল শেখের ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, তানভীরের বাড়ির পাশে বিদ্যুত সংযোগের জন্য বাঁশ দিয়ে অস্থায়ী টাওয়ার নির্মাণ করা হয়েছিল। ওই টাওয়ারের ওপর উঠে গল্প করছিল কিছু শিশু-কিশোর। এ সময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয় তানভীর। ঘটনাস্থলেই তানভীর মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসউদ্দিন বলেন, আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
 
তানজীম আহমেদ/এসপি