নওগাঁয় বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লায় নওগাঁ সরকারি কলেজের কাজী নজরুল হোস্টেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। আকাশ ওই মহল্লার মৃত ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নওগাঁ সরকারি কলেজের কাজী নজরুল হোস্টেলের পাশের রাস্তায় একটি বিদ্যুতের খুঁটি সামান্য হেলে পড়ে ছিল। হোস্টেলের পাশেই আকাশের বাড়ি। সোমবার কয়েক দফা বৃষ্টি হয়। বৃষ্টিতে খুঁটিটি হয়ত বিদ্যুতায়িত হয়েছিল। সন্ধ্যা ৬টার দিকে আকাশ দেওয়ালে উঠে খুঁটির ওপর দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির বাবা অটোরিকশা চালাতেন। এক মাস আগে তিনি মারা যান। আকাশ মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।

শামীনূর রহমান/এসএসএইচ